নৃত্যকলায় ব্যবহৃত বিভিন্ন প্রকার হাত ও হাতের আঙুলের বিন্যাসন। মুদ্রাকে কেউ কেউ 'হস্ত'ও বলে থাকেন। মুদ্রা তিন প্রকার। যথা—
১. অসংযুক্ত হস্তমুদ্রা: এই মুদ্রা এক হাতে সম্পন্ন হয়।
২. সংযুক্ত মুদ্রা: উভয় হাতে যে মুদ্র তৈরি করা হয়।
৩. অন্যান্য মুদ্রা : অসংযুক্ত ও সংযুক্ত মুদ্রা ছাড়া আরো এক প্রকার মুদ্রা ভারতীয় নৃত্য শাস্ত্রে ব্যবহৃত হয়। এই মুদ্রাগুলিতে হস্তদ্বয় বিযুক্তভাবে একই সাথে একটি রূপের প্রকাশ ঘটায়।